স্কুলের বারান্দায় পশুর মলমূত্র। ভাঙা অ্যাসবেসটসের ছাউনি দিয়ে পড়ে জল।
- Get link
- X
- Other Apps
ভগবানপুর- সমাজ মাধ্যমে পরিচয় থেকে নদীয়ার যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল তরুণী। বিয়ের প্রতিশ্রুতিতে কলেজ ছাত্রীকে রাজ্যের একাধিক জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে সহবাসের অভিযোগ। অশ্লীল সেই ছবি তুলে তরুণীকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে পুলিশ নদীয়ার যুবককে গ্রেফতার করলো।
কলেজে দ্বিতীয় বর্ষের বছর ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে নদীয়ার কালিয়াগঞ্জের যুবক ধৃতি মন্ডলের পরিচয় হয়। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে ফোন নম্বর আদান প্রদান হয়েছিল। ধীরে ধীরে নদীয়ার ওই যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বছরখানেক এই সম্পর্কে চলছিল। প্রেমের টানে নদীয়া থেকে ওই যুবক এই জেলায় এসে তরুণীর সঙ্গে একাধিকবার সাক্ষাত সহ রেস্টুরেন্টে আড্ডা মেরেছে বলে দাবী। তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কলকাতা সহ নদীয়ার একাধিক জায়গায় ঘুরতে নিয়ে হোটেলে উঠেছিল ওই যুবক। কলেজে যাওয়ার নাম করে তরুণীর এভাবে একাধিক জায়গায় ঘুরতে গেলেও ভ্রুনাক্ষরে জানতে পারেনি বাড়ির লোকজন। অভিযোগ ঘুরতে যাওয়ার নামে হোটেলে থাকাকালীন তরুণীর সঙ্গে একাধিকবার সহবাসের অভিযোগ উঠে যুবকের বিরুদ্ধে। সহবাসের সেই ভিডিও তরুণীর অজান্তে অভিযুক্ত যুবক নিজের মোবাইল ফোনে তুলে রেখেছিল। মাস দু'য়েক আগে তরুণীকে ফের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ওই যুবক বলেছিল। পরিস্থিতি বেগতিক বুঝে যুবকের এই প্রস্তাব ফিরিয়ে দেয় তরুণী। প্রস্তাবে গররাজি হওয়ায় অশ্লীল ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্ত যুবক। নমুনা হিসেবে অশ্লীল সেই ভিডিও তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় ওই যুবক। এই ঘটনায় গত ৬ জুন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন তরুণী। সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে নদীয়া থেকে অভিযুক্ত যুবক ধৃতি মন্ডলকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে যুবকের মোবাইল ফোনটি। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও তথ্যপ্রযুক্তি সহ একাধিক ধারায় মামলা করে পুলিশ তদন্ত শুরু করেছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment