৬৪ বছরের আইনি লড়াইয়ের শেষহাসি। আদালতের নির্দেশে ভাঙলো বেআইনি নির্মাণ
তিন প্রজন্ম ধরে আইনি লড়াইয়ে মিলল সাফল্য। জায়গার দখল পেলেও বুধবার চোখের সামনে বাড়ি ধুলোয় মিশে যেতে দেখল ভগবানপুরের সাউ পরিবার।
শিববাজার এলাকার বাসিন্দা সুরেন্দ্র সাউ জনৈক নারায়ণ সিংহের বিরুদ্ধে বাড়ি জবরদখলের মামলা করেন। নারায়ণ একটি দলিল দেখিয়ে দাবি করেন, সংশ্লিষ্ট বাড়িটি তিনি সাউ পরিবারের কাছ থেকে অন্য একটি বাড়ির বিনিময়ে পেয়েছেন। ১৯৮১ সালে জেলা আদালত জানায়, সুরেন্দ্র সাউয়ের দলিলটি আসল। তাঁর কেনা জায়গায় তিনিই বাড়ি করেছিলেন। পুলিশকে উচ্ছেদের নোটিস দেয় আদালত। সেই নোটিসের বিরুদ্ধে ১৯৮১ সাল থেকে চলতি বছর পর্যন্ত মোট ৩১টি মামলা করেছিল সিংহ পরিবার। ক্রমে ক্রমে সব মামলা খারিজ হয়। গত শুক্রবার কাঁথি মহকুমা দেওয়ানি আদালতের (জুনিয়র ডিভিশন, সেকেন্ড কোর্ট) বিচারক করিম বক্স নির্দেশ দেন, সাউ পরিবারের হাতে জায়গা তুলে দিতে হবে। তার ভিত্তিতে এ দিন ভগবানপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে পেলোডার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বাড়ি।
প্রথম মামলা করেছিলেন সুরেন্দ্রনাথ। তাঁর ছেলে রবীন্দ্রনাথ এবং নাতি রাজীব মামলা চালিয়ে নিয়ে যান। রাজীব জানিয়েছেন, তাঁর দাদু একজনকে ভাড়া দিয়েছিলেন বাড়ি। তিনি বাড়িটি দেন নারায়ণ সিংহ ও হরি সিংহকে। রাজীবদের পাশাপাশি মামলা চালিয়ে গিয়েছে সিংহ পরিবারও।
Comments
Post a Comment