পূর্বে ডেঙ্গি আক্রান্ত ৮৯ জনের
এগরা- ওড়িশা লাগোয়া এগরার পুরুষোত্তমপুরে চার জনের শরীরে ডেঙ্গির জীবানু মিলেছে। গ্রামে এখনো পর্যন্ত অজানা জ্বরে ভুগছেন অনেকেই। সরকারি হাসপাতালের পরিবর্তে গ্রামীন চিকিৎসকদের পরামর্শ ডেঙ্গি আক্রান্তদের বাড়িতে চিকিৎসা চলছে। গ্রামে পৌছালো স্বাস্থ্য কর্মীরা। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা একশো ছুঁই ছুঁই। সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে সুতাহাটা, মহিষাদলে। ডেঙ্গিতে এখনো পর্যন্ত জেলায় কোন মৃত্যু ঘটনা নেই।
পড়শি রাজ্য ওড়িশা ঘেঁষা এগরার পুরুষোত্তমপুরে সপ্তাহ তিনের আগে এক মহিলা ওড়িশার সম্বলপুরে মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে জ্বর নিয়ে বাড়িতে ফিরেছিলেন। জ্বর ভালো না হওয়ায় এগরা সুপার স্পেসালিটি হাসপাতালে রক্ত পরীক্ষায় মহিলার শরীরে ডেঙ্গির জীবানু ধরা পড়ে। পরবর্তীতে ওই মহিলার পরিবারের আরো এক মহিলা সদস্যদের ডেঙ্গি ধরা পড়ে। দু'জনে এগরা সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরে তারা সুস্থ রয়েছেন। সেই পাড়ায় বছর তেত্রিশ ও বছর সাতচল্লিশের দুই মহিলা একসপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর হলেও স্থানীয় কোন স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাননি। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এলাকায় এক গ্রামীন চিকিৎসকের কাছে দুজনে চিকিৎসা হচ্ছিলেন। গ্রামীন চিকিৎসকদের পরামর্শে মোহনপুরে একটি বেসরকারি ল্যাবরেটরিতে তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষাতে ডেঙ্গি ধরা পড়েছে। ডেঙ্গি আক্রান্ত হলেও দুই মহিলাকে গ্রামীন চিকিৎসকের পরামর্শে বাড়িতে তাদের চিকিৎসা করছেন। এলাকায় স্বাস্থ্য কর্মী ও গ্রামীন সম্পদ কর্মীরা এলাকায় গিয়ে ডেঙ্গি আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও পরিবারিক সমস্যার কারনে হাসপাতালে যেতে রাজি হয়নি বলে দাবী। ডেঙ্গি আক্রান্তদের মশারি ভিতরে থাকতে বলা হলেছে। সেই গ্রামে এখনো পর্যন্ত অনেকেই অজানা জ্বরে ভুগছেন। পরপর ডেঙ্গি আক্রান্তের ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। গ্রামে জরুরী ভিত্তিতে মেডিকেল টিম পাঠানোর জন্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি দিলো জেলা কংগ্রেস। পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলায় এখনো পর্যন্ত ৮৯ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি পাঁচজন ডেঙ্গি আক্রান্তের চিকিৎসা চলছে। সবচেয়ে বেশি সুতাহাটা ব্লকে ১১ জন ও মহিষাদল ব্লকে ১১ এবং মেছেদাতে ১০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত জেলায় কোন ডেঙ্গি রোগীর মৃত্যুর ঘটনা নেই। মঙ্গলবার পুরুষোত্তমপুরে এগরা-১ ব্লকের স্বাস্থ্য কর্মীরা ও পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।
পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলেন 'জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। এগরায় ডেঙ্গি আক্রান্ত এলাকায় মেডিক্যাল টিম গিয়েছে'।
Comments
Post a Comment