অন্ধ্রপ্রদেশের অপহৃত পরচুলা ব্যবসায়ীকে উদ্ধার করলো পুলিশ।

ভগবানপুর- বাংলাতে কথা বলায় ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নির্যাতন ও হেনস্থার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই রাজ্যে অন্ধ্রপ্রদেশের এক অবাঙালি পরচুলা ব্যবসায়ীকে অপহরণ করে দেড় কোটি টাকা মুক্তিপণ চাওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। তিনদিন নিখোঁজ থাকার পরে পুলিশ অপহৃত অন্ধ্রপ্রদেশের যুবককে ময়না থেকে উদ্ধার করলো। 


 পরচুলা ব্যবসায়ী সূত্রে মাঝে মধ্যেই অন্ধ্রপ্রদেশের প্রৌঢ় ভীরানা রাঞ্জিসেট্টি   ভগবানপুরে আসতেন। ভাড়া বাড়িতে থেকে পরচুলার কাঁচামাল সরাসরি বাজার থেকে সংগ্রহ করে অন্ধ্রপ্রদেশে রপ্তানি করতেন। গত ২৮ জুলাই অন্ধ্রপ্রদেশের প্রৌঢ় তার এক সঙ্গীর সঙ্গে ভগবানপুরে ভাড়া বাড়িতে উঠেছিল। ভাড়া বাড়িতে থেকে ব্যবসার কাজকর্ম চালাচ্ছিলেন। অভিযোগে গত মঙ্গলবার রাতে জনা পাঁচেক দুষ্কৃতী প্রাইভেট গাড়ি করে তাদের ভাড়া বাড়ির সামনে আসেন। প্রৌঢ়কে ব্যবসার প্রয়োজনে কথা বলার অছিলায় বাড়ির বাইরে আসতে বলেন। বাড়ির বাইরে বেরোতেই তাকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অপহরণের পরে ওই ভিনরাজ্যের প্রৌঢ়কে মঙ্গলবার রাতে প্রথমে লস্করপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোপীনাথপুরে এক নেতার বাড়িতে রাখা হয় বলে দাবী। মঙ্গলবার ভোরে গোপীনাথপুরে বিজেপি নেতার বাড়ি থেকে নিয়ে চাবুকিয়া খেয়ায়াট দিয়ে কেলেঘাইনদী পেরিয়ে ময়না নিয়ে যাওয়া হয়। ময়নাতে বাকচা এলাকায় একটি গোপন ডেরায় অন্ধ্রপ্রদেশের অপহৃত প্রৌঢ়কে রাখা হয়েছিল। গত ২০ আগস্ট বুধবার যুবকের সঙ্গী ভগবানপুর থানায় অপহরণের অভিযোগ করে। ঘটনার পরে পুলিশ অপহৃত প্রৌঢ়র মোবাইল নম্বরে নজরদারি চালায়। বারে বারে মোবাইলের লোকেশন পরিবর্তন হওয়ায় পুলিশ তার নাগাল পাচ্ছিলনা। বৃহস্পতিবার বিকেলে ময়নার বাকচা এলাকায় একটি জায়গায় অন্ধ্রপ্রদেশের অপহৃত প্রৌঢ় মোবাইলের লোকেশন পুলিশ খুঁজে পায়। সন্ধ্যায় ভগবানপুর থানা ও ময়না থানার পুলিশের দুটি দল তল্লাশি চালিয়ে বাকচা থেকে অপহৃতকে উদ্ধার করেছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত কোন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। দুষ্কৃতীরা মুক্তিপণ হিসেবে এক কোটি ৩০ লাখ টাকা দাবী করেছিল। সেই টাকা প্রৌঢ় মোবাইল থেকে তার সঙ্গী সহ অন্ধ্রপ্রদেশের পরিবারের কাছে দাবি করা হয়েছিল বলে দাবী। পুলিশ সূত্রের খবর, ব্যবসায়ার টাকা লেনদেনের ঝামেলা থেকে অন্ধ্রপ্রদেশের ওই পরচুলা ব্যবসায়ী  যুবককে অপহরণ করা হয়েছিল বলে দাবী। যদিও অন্ধ্রপ্রদেশের অপহৃত প্রৌঢ় টাকা লেনদেনের কোন সমস্যা নেই বলে জানিয়েছেন। প্রসঙ্গত, গত ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে মায়ানমারের যুবক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া পরচুলা ব্যবসায় টাকা পয়সা ঝামেলা থেকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পরবর্তীতে দীঘা থেকে পুলিশ মায়ানমারের ওই অপহরণ যুবককে উদ্ধার করেছিল। ঘটনায়  ভগবানপুর ও চন্ডীপুর এলাকার কয়েকজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছিল। এই রাজ্যের লোকেরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কর্মস্থলে হেনস্থা ও নির্যাতনের অভিযোগে সরব হয়েছে শাসক তৃণমূল। বাংলা ভাষায় কথা বলায় ভিনরাজ্যে তাদের হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রী রাজপথে হেঁটেছেন। সেই রাজ্য পূর্ব মেদিনীপুরের পরিযায়ী হয়ে আসা অন্ধ্রপ্রদেশের অবাঙালি যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন চিহ্ন। 



এগরা মহকুমা পুলিশ আধিকারিক  বলেন 'পরচুলা ব্যবসায়ী অন্ধ্রপ্রদেশের যুবককে অপহরণ করে কোটি টাকার উপর দুষ্কৃতীরা মুক্তিপণ দাবী করেছিল। ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে অপহৃত যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে'।                            

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।