সহকর্মীদের সঙ্গে সংঘাত, শাস্তি কি বদলি করে।

সপ্তাহের শেষে না জানিয়ে অফিস থেকে বাড়ি চলে যাওয়ায় যুগ্ম বিডিও রিমা পাত্র ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক রামচন্দ্র মাজির বিরুদ্ধে থানায় নিখোঁজের অভিযোগ করেছিলেন বিডিও। সেই নিয়ে দুই শিবিরের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। সেই ঘটনার দশ দিনের মাথায় পটাশপুর-১ বিডিওকে নবান্ন বদলি করলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পূর্ন কনজিউমার এফেয়ার্স ডিপার্টমেন্টে। নতুন বিডিও করে পাঠানো  হলো শান্ত চক্রবর্তীকে। প্রসঙ্গত, গত ১৪ আগস্ট অফিস শেষে সপ্তাহের ছুটির দিনে পটাশপুর-১ যুগ্ম বিডিও রিমা পাত্র এবং ব্লকের পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক রামচন্দ্র মাজি বিডিওকে না জানিয়ে বাড়ি চলেগিয়েছিলেন। স্বাধীনতা দিবসের দিনে এই দুই আধিকারিক অনুপস্থিত থাকায় খোঁজ না পেয়ে  দুই আধিকারিকের বিরুদ্ধে বিডিও সেদিন পটাশপুর থানায় নিখোঁজের অভিযোগ করেছিলেন বিডিও বিধানচন্দ্র বিশ্বাস। জেলা প্রশাসনের চাপে  পরেরদিন গত ১৬ আগস্ট থানা থেকে সেই নিখোঁজ অভিযোগে তুলে নিয়েছিলেন বিডিও। পরবর্তীকে যুগ্ম বিডিওদের সংগঠন ও পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকদের সংগঠন সহ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফে নবান্নে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সচিবের কাছে বিডিওর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। ধারাবাহিকভাবে এই ঘটনার মধ্যে সোমবার নবান্ন থেকে বিডিও বিধানচন্দ্র বিশ্বাসকে বদলি করা হল। নিখোঁজ অভিযোগ ঘিরে আধিকারিকদের সঙ্গে সংঘাতের কারনে এই বদলি বলে মনে করেছেন সাধারণ মানুষ।       

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।