গার্ডরেল হীন ব্রিজে ঝুঁকির যাতায়াত, উদাসীন প্রশাস।
- Get link
- X
- Other Apps
পটাশপুর- খালের উপর সংকীর্ণ ব্রিজ যুক্ত করেছে গ্রামীন সড়ককে। বছর কয়েক আগে ব্রিজের গার্ডওয়াল ভেঙে খালের জলে পড়ে গিয়েছিল বালিভর্তি লরি। তার পরেই ব্রিজের একপাশের ভাঙা গার্ডওয়াল নেই। প্রাণের ঝুঁকি নিয়ে কয়েক বছর ধরে ভগ্নপ্রায় ব্রিজে কয়েক হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি চলাচল করছে গাড়ি। মেরামতির আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি অভিযোগ এলাকাবাসীর।
সিংদা থেকে বাগমারি পর্যন্ত জোয়ারভাটা খালের উপর রয়েছে শতাব্দী প্রাচীন সংকীর্ণ একটি ব্রিজ। বাগমারির কাছে এই সংকীর্ণ ব্রিজ সিংদা ও বাগমারি গ্রামীন সড়ককে যুক্ত করেছে। আগে এই রাস্তা মোরাম থাকায় ভারী লরি ও মালগাড়ি চলাচল করতো না। এক দশকের আগে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীন সড়ক যোজনায় পাকা রাস্তা হয়েছে। পাকা রাস্তা হলেও ব্রিটিশ আমলের সংকীর্ণ ব্রিজ ভেঙে নতুন করা হয়নি। বয়সের ভারে ব্রিজটি ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। ব্রিজের যত্রতত্র চাঙ্গড় খসে পড়ছে। পাকা রাস্তার কারনে ইমারতি সামগ্রী সহ ধান ও কাট ভর্তি লরি এই ভগ্নপ্রায় ব্রিজ হয়ে সিংদা সহ শ্রীরামপুর, বাগমারি, রামচন্দ্র পুর সহ একাধিক গ্রামে যাতায়াত করে। আগে এই রাস্তার যাত্রীবাহী ট্রেকার চলাচল করতো। বর্তমানে ট্রেকার চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় একাধিক কাঠ চেরাই কল থাকায় কাঠ ভর্তি লরি চলাচল করে। বছর দেড়েক আগে শীতের এক রাতে বালিভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে যায়। ঘটনায় লরি চালক ও খালাসি আহত হয়েছিল। সেই থেকে ব্রিজের এক পাশের কংক্রিটের গার্ডওয়ালের অস্তিত্ব টুকু নেই। ভগ্নপ্রায় ব্রিজের একদিকে গার্ডওয়াল না থাকায় উন্মুক্ত অবস্থায় রয়েছে। ব্রিজ পেরেতোই সামান্য অন্যমনস্ক কিংবা ভুলচুক হলেই সটান খালে পড়তে হয় বাইক সহ সাইকেল আরোহীদের। এই ব্রিজ দিয়ে প্রতিদিন পঁচিশ থেকে তিরিশটি টোটো ও মালভর্তি ইঞ্জিনরিক্সা চলাচল করে। অ্যাম্বুলেন্স সহ ছোট গাড়ি চলাচল করে। দশ থেকে বারোটি গ্রামের ছাত্র ছাত্রীরা ঝুঁকি নিয়ে পাশের বালিকা বিদ্যালয় থেকে হাইস্কুল সহ নার্সারিতে পড়াশুনা করতে যায়। বর্ষায় ব্রিজের উপর বৃষ্টির জল ও কাদা জমে আরো বিপজ্জনক হয়ে উঠে। স্থানীয়দের একাধিকবার আবেদনের ভিত্তিতে ব্লক প্রশাসন ব্রিজ মেরামতির আশ্বাস দিলেও হয়নি কাজ। ব্রিজ সমাধানের দাবীতে সরব এলাকাবাসী।
পটাশপুর-২ বিডিও শঙ্খ ঘটক বলেন ' সেচ দফতরের অধীনস্থ ব্রিজটি মেরামতির জন্য আগেই আবেদন জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তেমন প্রয়োজনী হলে ব্লক প্রশাসন মেরামতির কাজ করবে'।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment