বাস দুর্ঘটনায় মৃত বৃদ্ধের পরিচয় পাওয়া গেল
বাস দুর্ঘটনায় মৃত বৃদ্ধের পরিচয় পুলিশ উদ্ধার করলো। মৃত বৃদ্ধ শক্তিপদ পন্ডার(৬০) বাড়ি এগরার বড়নলগেড়িয়া। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ভবানীচক বাসস্টপে দাঁড়িয়ে কটকগামী একটি বেসরকারি বাস যাত্রী তুলছিল। সেই সময় বাসের সামনে দিয়ে বৃদ্ধ শক্তিপদ সাইকেলে রাজ্য সড়ক পারাপার করেছিলেন। সেই সময়ে আচমকাই বাসটি চলতে শুরু করে। সেই সময় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ। পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে পুলিশ তদন্ত শুরু করেছে।
Comments
Post a Comment