তরুণীর দুরারোগ্য রোগে ৬ লক্ষ টাকার ওষুধ প্রয়োজন

বিজেপি কর্মী বেঁউদিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দাসের মেয়ে কয়েকমাস ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। চিকিৎসকদের প্রেসক্রিপশ অনুযায়ী ছ'মাসে প্রায় সাড়ে ছ'লক্ষ টাকার ওষুধের প্রয়োজন। এই ওষুধ একমাত্র অসুস্থ মেয়ের জীবন বাঁচাতে পারবে। মেয়ের ওষুধ খরচের বিপুল পরিমাণ টাকা জোগাড়ে একাধিক ব্যক্তির দোরগোড়ায় ছুটেছিলেন গৌরাঙ্গ। শেষ পর্যন্ত অসহায় গৌরাঙ্গের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের তৃণমূলের সদস্য তথা ভগবানপুর-১ ব্লক তৃণমূলের সভাপতি রবীনচন্দ্র মন্ডল। গৌরাঙ্গের মেয়ের ওষুধের সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি দেন রবীন। প্রতিশ্রুতি অনুয়ায়ী সোমবার কয়েক হাজার টাকার ওষুধ রবীনচন্দ্র মন্ডল তার সহকর্মীর হাত দিয়ে গৌরাঙ্গের হাতে তুলে দেন। বাকি ওষুধ ধাপে ধাপে পৌছে দেওয়া হবে গৌরাঙ্গের বাড়িতে। মেয়ের ওষুধ জোগাড় হওয়ায় খুশি গৌরাঙ্গ। 

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।