শিক্ষকের কব্জি কেটে গ্রেফতার প্রেমিকের বাবা
- Get link
- X
- Other Apps
ভগবানপুর- স্কুলে যাওয়ার পথে মেয়ের প্রেমিকের হাতের ধারালো অস্ত্রের কোপে কব্জি থেকে হাত কাটা পড়েছিল শিক্ষকের। সেই ঘটনায় আট দিনের মাথায় পুলিশ গ্রেফতার করলত অভিযুক্ত যুবকের বাবাকে। কেলেঘাইনদী পাড়ে ভগবানপুরে শশুরবাড়িতে এতদিন আত্মগোপন করেছিল মহাদেব।
ভগবানপুরে গত ২৫ আগস্ট সকালে বাইকে চেপে নিজের কর্মস্থল তালদা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন দক্ষিণ ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক গোকূলচন্দ্র মুড়া। তালদা ফিসারে মোড়ের কাছে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে শিক্ষকের গলা লক্ষ্য করে হামলা চালায়। মাথা সরিয়ে নিয়ে ডান হাত দিয়ে ধারালো অস্ত্রকে বাধা দিতে গেলে কব্জি থেকে শিক্ষকের হাত কাটা পড়ে। আহত শিক্ষকের কাটা হাত জোড় দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছে। হামলার ঘটনায় শিক্ষকের ছোট মেয়ের প্রেমিক যুবক নন্দ বর্মণ ও তার বাবার মহাদেব বর্মন জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে অনুমান করেছিল শিক্ষকের পরিবার। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দুষ্কৃতীরা তালদা খাল পেরিয়ে এলাকায় গা ঢাকা দেয়। হামলার পরের দিন গত ২৬ আগস্ট ভগবানপুর থানায় শিক্ষকের বড়ো মেয়ে সম্প্রীতি মুড়া বোনের প্রেমিক সহ তার বাবার বিরুদ্ধে অভিযোগ করে। এদিকে ঘটনার পরেই অভিযুক্ত বাপ ও ছেলে বাড়িতে মোবাইল রেখে বেপাত্তা হয়ে যায়। একা বাড়িতে ছিলেন নন্দের বৃদ্ধা ঠাকুমা। মোবাইল ফেলে যাওয়ায় পুলিশ দুষ্কৃতীকের কোন নাগাল পাচ্ছিলনা। সূত্রে মারফত পুলিশের কাছে খবর আসে সবং ও ভগবানপুর কেলেঘাইনদী তীরবর্তী এলাকায় দুষ্কৃতীরা লুকিয়ে রয়েছে। মহাদেবের শশুরবাড়ি ভগবানপুরের নীলকন্ঠপুরে। কেলেঘাইনদীর পাড়ে নীলকন্ঠপুর সহ নদীর উল্টো দিকে সবং এলাকায় অভিযুক্তদের একাধিক আত্মীয় বাড়ি রয়েছে। প্রথমে নীলকন্ঠপুরে শশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন মহাদেব। সেখান থেকে গভীররাত গুলিতে লোকচক্ষুর আড়ালে নদী পেরিয়ে সবং এলাকায় আত্মীয়দের বাড়িতে কিছুদিন আত্মগোপন করে থাকে। এলাকায় পুলিশি নজরদারি বাড়তে ফের নদী পেরিয়ে ভগবানপুরে নীলকন্ঠপুরে শশুরবাড়িতে ফিরে আসেন। শশুরবাড়িতে গৃহবন্দি অবস্থায় আত্মগোপন করেছিলেন মহাদেব। বাড়ির বাইরে পর্যন্ত বেরোতো না। সোমবার রাতে পুলিশ নীলকন্ঠপুরে শশুরবাড়ি থেকে অভিযুক্ত মহাদেব বর্মনকে গ্রেফতার করেছে। ধৃতকে মঙ্গলবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার কথা মহাদেব স্বীকার করেনি। অধরা মুল অভিযুক্ত নন্দ।
এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু বলেন 'হামলা ঘটনার পরে অভিযুক্তরা মোবাইল ফোন বাড়িতে রেখে গা ঢাকা দিয়েছিল। সোমবার রাতে ভগবানপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে'।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment