পকসো আইনে গ্রেফতার শিক্ষক


এগরা- স্কুলে ছাত্র ছাত্রীদের মারধরের ঘটনায় পুলিশ অভিযুক্ত শিক্ষক বিপ্লব পন্ডাকে গ্রেফতারের করলো।  ক্ষিপ্ত জনতারা বিক্ষোভের মধ্যেই একাধিক শ্রেনী কক্ষের ঢুকে চেয়ার টেবিল ও বেঞ্চ সহ সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। ভাঙচুর চালানো হয়েছে অভিযুক্ত শিক্ষকের মোটর বাইকে। স্কুলে অস্থির পরিস্থিতির জেরে শনিবার পর্যন্ত স্কুল ছুটি দেওয়া হয়েছে। স্কুল ছুটির জেরে স্কুলে হয়নি শিক্ষক দিবসের অনুষ্ঠান। আহত ছাত্র ছাত্রীরা সকলেই সুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে। 

এগরার অস্তিচক সুরেন্দ্র যোগেন্দ্র বিদ্যাপীঠে শুক্রবার ইংরেজি শিক্ষক অনুপস্থিত ছিলেন। পরিবর্ত হিসেবে তৃতীয় ক্লাসে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপ্লব পন্ডা অষ্টম শ্রেনীর 'সি' বিভাগে ইংরেজি বিষয়ে ক্লাস নিতে গিয়েছিলেন। অভিযোগ সেই সময়ের ছাত্র ছাত্রীরা পড়া না দেওয়ায় সতেরোজন ছাত্র ছাত্রীদের মারধর করে। শিক্ষকের মারে অসুস্থ ছাত্র ছাত্রীদের গঙ্গাধরবাড় গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা ছড়িয়ে পড়তেই কয়েকশ ক্ষুব্ধ জনতা স্কুলে ঢুকে পড়ে। অভিযুক্ত শিক্ষককে আটকে চলে বিক্ষোভ। স্টাফ রুমে রাত সাড়ে আটটা পর্যন্ত শিক্ষকদের আটকে রাখে বিক্ষোভকারীরা। একদল বিক্ষোভকারী স্কুলে একাধিক শ্রেনী কক্ষের বেঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। বেরাই পায়নে অভিযুক্ত শিক্ষকের বাইক। ভাঙচুর চালানো হয়েছে বিপ্লবের বাইকে। স্কুলে বাইরে একাধিক সিসি ক্যামেরা সহ ফুলের টব ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে স্টাফ রুমে আটক শিক্ষক শিক্ষিকাদের উদ্ধার করে পুলিশ। রাতে আহত ছাত্রীর এক অভিভাবকের থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক বিপ্লব পন্ডাকে গ্রেফতার করেছে। ধৃত শিক্ষকের বাড়ি কাঁথির ধনদিঘি গ্রামে। ধৃতের বিরুদ্ধে মারধর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার স্কুলে অশান্তির জেরে শুক্রবার ও শনিবার স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে শুক্রবার ছুটি থাকায় স্কুলে শিক্ষক দিবসের অনুষ্ঠানটুকু হয়নি। প্রসঙ্গত, রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক বিপ্লব পন্ডা কড়াহাতে স্কুলে পড়াশুনা করাতেন। ছাত্র ছাত্রীরা তার বিষয়ে পড়া দিতে না পারলে রুঢ় ভাবে শাসন করতেন। অতীতেও একাধিকবার পড়া নে দেওয়ায় ছাত্র ছাত্রীদের মারধরের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। বৃহস্পতিবার রাতে হাসপাতালে থেকে সুস্থ হয়ে সকল ছাত্র ছাত্রীরা বাড়ি ফিরেছে। শুক্রবার স্কুলে শিক্ষক দিবস পালন না করার বিষয় জানতে প্রধান শিক্ষক বিবেকানন্দ জানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তুলেননি। 

এগরা পূর্ব চক্রের স্কুল পরিদর্শক তুহিন দাস বলেন 'হাসপাতাল থেকে সুস্থ হয়েছে সকল ছাত্র ছাত্রীরা বাড়িতে ফিরেছেন। আইনশৃঙ্খলার কারনে স্কুল শনিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে'। 

এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্ডু বলেন ' এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। স্কুলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে'।    

Comments

Popular posts from this blog

আত্মীয়ের বাড়িতে যাওয়া নিয়ে বকুনিতে অভিমানে আত্মহত্যা কিশোরের।

এগরার যুবকের সঙ্গে সাতপাঁকে বাঁধা পড়লো বাংলাদেশী কন্যা।

বিয়ের জন্য পাত্রী খোঁজা চলছিল। বন্ধুদের সঙ্গে মদ খেয়ে বাইক দুর্ঘটনায় সেই যুবকের মৃত্যু হল।